শান্তিপুর (Shantipur) বৈষ্ণব পাড়ার অমল কুণ্ডু । দুর্গা মূর্তি গড়েন । তবে,তাঁর হাতে মায়ের সাজ-সজ্জার কাজের খ্যাতি বহুদূর পর্যন্ত । তাইতো সুদূর বাংলাদেশ, বিহার থেকেও অর্ডার আসে । সম্প্রতি, মিনি আর্মেচর দুর্গা প্রতিমা (Mini Armature Durga) সেজেগুজে পাড়ি দিল চুঁচুড়া (Chinsurah)।
দুর্গাপ্রতিমাটি (Durga Puja 2022) আসলে তৈরি হয়েছে চুঁচুড়ায় । চুঁচুড়া নিবাসী পার্থ ভট্টাচার্য স্থানীয় এক মৃৎশিল্পীকে দিয়ে দুর্গাপ্রতিমাটি বানিয়েছিলেন । প্রতিমা ওখানে তৈরি হলেও সোশ্যাল মিডিয়ায় শান্তিপুরের অমল কুণ্ডুর সাজসজ্জা পার্থ ভট্টাচার্য্যকে আকৃষ্ট করেছিল । তাই প্রতিমার সাজসজ্জার অর্ডার দেওয়া হয় নদিয়ায় । একমাস আগে প্রতিমা দিয়ে গিয়েছিলেন পার্থবাবু । সম্প্রতি,সুসজ্জিত মা দুর্গা, তাঁর পরিবার রওনা দেয় চুঁচুড়ার পথে ।
জানা গিয়েছে, ঘরে সাজিয়ে রাখার জন্যই দুর্গাপ্রতিমাটি তৈরি করা হয়েছে ।