পুজোর আর বেশিদিন বাকি নেই । বড় বড় পুজো মণ্ডপগুলিতে ব্যস্ততা তুঙ্গে । অভিনব থিমে সেজে উঠছে মণ্ডপ । কলকাতার অন্যতম বড় পুজো সুরুচি সঙ্ঘেও একই ছবি । মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো নিয়ে প্রতিবারই মানুষের কৌতূহল থাকে তুঙ্গে । দুর্গাপুজো মানেই চেতলা অগ্রণী, শ্রীভূমি পুজো মণ্ডপগুলির মতোই নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের ঠাকুর দেখাটা কিন্তু মাস্ট । পুজোর দিনগুলিতে এখানে ভিড় থাকে চোখে পড়ার মতো ।
এবছর ৬৯তম বর্ষে পড়েছে সুরুচি সঙ্ঘের পুজো । প্রতিবারই সুরুচি সঙ্ঘের থিমে থাকে অভিনবত্ব । এবার তাদের থিম কি জানেন ? তাদের এবছরের থিম হল পৃথিবী আবার শান্ত হবে । সৃজনে শিল্পী রিন্টু দাস । মূলত, করোনাভাইরাসকে নিয়েই এবার তাঁদের থিম বলে জানা গিয়েছে । মারণ ভাইরাস থেকে পৃথিবী যে একদিন মুক্তি পাবে,শান্ত হবে পৃথিবী, সেই আশার আলোই দেখানো হবে তাঁদের এবারের থিমে ।
মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসেবেই পরিচিত সুরুচি । প্রতি বছর কোনও না কোনও অভিনব থিমে সেজে ওঠে তাঁদের মণ্ডপ । গতবছরের পুজোয় তাঁদের থিম ছিল 'আবদার' । শিশুরা করোনার ভয় ঠেলে যাতে খুব শীঘ্রই বাড়ি থেকে বেরোতে পারে, সেই আবদারই করা হয়েছিল মা দুর্গার কাছে ।