ভারত বাংলাদেশের সীমান্ত রেখা টাকির এই ইছামতি নদী। দশমীর দিন ভৌগোলিক বিভাজন ভুলিয়ে দেয় ঢাকের বোল। দশমীর সকাল থেকেই 'বলো দুগ্গা মাঈকী '!!! শব্দে যেন গম গম করে ওঠে ভারত বাংলাদেশের সীমান্ত রেখা।
করোনা কাল কাটিয়ে এই বছর ফের দশমীতে প্রতিমা নিরঞ্জনের অনুমতি মিলেছে উত্তর ২৪ পরগনার টাকিতে। ইছামতি রাজবাড়ী ঘাট, ঘোষবাবুর ঘাট, সৈয়দপুরের ঘাটে সকাল থেকে শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জন। ইতিমধ্যেই বিসর্জন দেওয়া হয়েছে টাকি রাজবাড়ির প্রতিমা। এরপর একে একে দুই দেশের প্রতিমা বিসর্জন শুরু হয়েছে।
ইছামতিতে দুর্গা প্রতিমা বিসর্জন ভারত এবং বাংলাদেশের শতাব্দি প্রাচীন রেওয়াজ। দশমীর দিন নদীর বুকে দুই দেশের মানুষই নৌকা নিয়ে নেমে পড়েন। কিন্তু দেশের সীমারেখা লঙ্ঘন না করেই নিজে নিজে এলাকায় রীতি মেনে প্রতিমা বিসর্জন করেন সকলে। আর তা দেখতেই বিভিন্ন জায়গার মানুষরা ভিড় করেন ইছামতির তীরে।
গত দুই বছর করোনার কারণে ইছামতিতে প্রতিমা বিসর্জনে কড়াকড়ি করা হয়েছিল। এই বছর করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই কড়া নিরাপত্তার চাদনে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। বিসর্জন ঘিরে সবরকম কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। দুই দেশের সাধারণ মানুষকে সীমারেখা লঙ্ঘন না করার নির্দেশ দেওয়া হয়েছে।