চিরাচরিত রীতি ও প্রথা মেনে বেলুড় মঠে সম্পন্ন হল কুমারী পুজো (Kumari Puja) । কুমারী পুজোকে কেন্দ্র করে এবছরও বেলুড় মঠে (Belur Math) দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো । ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ বেলুড়মঠে দুর্গাপুজোর প্রচলন করেন । সেই থেকেই কুমারী পুজো (Kumari Pujo in Belur Math) হয়ে আসছে । সাধারণত পাঁচ থেকে সাত বছরের কুমারীকে মায়ের মৃণ্ময়ী রূপ হিসেবে পুজো করা হয় ।
এবছর বেলুড় মঠে কুমারী হয়েছে আরাত্রিকা রায় । কোন্নগরের বাসিন্দা । আরাত্রিকার বয়স ৫ বছর ২ মাস । উমা রূপে তাকে এবার পুজো করা হচ্ছে । কুমারী পুজোর আগে শিশুকন্যা বা কুমারী কন্যাকে স্নান করিয়ে লাল বেনারসি পরানো হয় । গয়না ও ফুলে মাতৃ মূর্তির মতো করে সাজানো হয় । তারপর দেবী মূর্তির সামনে বসিয়ে আরাধনা করা হয় । চিরাচরিত প্রথা মেনে বেলুড়ে এভাবেই সম্পন্ন হল কুমারী পুজো ।
বেলুড় মঠের পাশাপাশি হুগলির জয়রামবাটি-কামারপুকুর, জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন ও বীরভূমের তারাপীঠেও কুমারী পুজো হচ্ছে । তারাপীঠ মন্দিরের মূল গর্ভগৃহের সামনে যে নাটমন্দির রয়েছে, সেই নাটমন্দিরেই পুজোর ব্যবস্থা করা হয়েছে ।