বীরভূমের মুরারই থানার ওসির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ডাম্পারের। ঘটনায় মৃত্যু হয়েছে গাড়ির চালকের, গুরুতর জখম ওসি শাকিব সাহাব। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শনিবার ভোরে। রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের গনপুরে এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক হামিদুল শেখের।
Sandeshkhali Incident: সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা! শনিবারও এলাকা থমথমে, বন্ধ দোকানপাট
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জানা গিয়েছে, একটি লরিকে ওভারটেক করার সময়েই পুলিশকর্মীর গাড়িতে ধাক্কা দেয় ডাম্পারটি। ইতিমধ্যেই, ডাম্পারটিকে আটক করেছে পুলিশ, চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।