সমকামী প্রেম। মেনে নেয়নি পরিবার। প্রমিককে ফিরে পেতে এবার বিয়ের প্রস্তাব নিয়ে ধূপগুড়িতে পৌঁছলেন দমদমের যুবক। তাঁর হাতে প্ল্যাকার্ড। লেখা, এক বছর পাঁচ মাসের সম্পর্ক, আমাদের ভালবাসা ফিরিয়ে দাও।
যদিও ভুল ঠিকানায় পৌঁছনোর কারণে প্রেমিকের সঙ্গে দেখা হয়নি যুবকের। পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।
জানা গিয়েছে, দমদমের যুবকের সঙ্গে জলপাইগুড়ির ধূপগুড়ি চূড়াভাণ্ডারের এক যুবকের ডেটিং অ্যাপের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক গড়ায় অনেকদূর। একাধিক বার দমদমের যুবকের সঙ্গে দেখা করতে কলকাতায় আসেন প্রেমিক যুবক।
আরও পড়ুন - জঙ্গলমহলে হাতির তাণ্ডব অব্যাহত, অভিযোগ 'নীরব প্রশাসন'
কিন্তু কোনও ভাবেই মেনে নেয়নি পরিবার। এরপরেই প্রেমিককে ফিরে পেতে প্ল্যাকার্ড হাতে ধূপগুড়িতে পৌঁছন দমদমের যুবক।