দমদমে ভয়াবহ আগুন। শনিবার দুপুরে দমদমের সুধীর শূর কলেজের পিছনের এক বস্তিতে আগুন লাগে। খুব অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পর পর বিস্ফোরণের শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন।
দমকলে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন লাগার কারণে আগুন নেভাতে বেশ সমস্যায় পড়েছেন দমকলকর্মীরা। প্রয়োজনে রোবটের সাহায্য নেওয়া হচ্ছে। তবে, ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা সম্ভব হয়নি।
দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী।
আরও পড়ুন - হাওয়ালার মাধ্যমে দুবাইয়ে যেত টাকা, রেশন দুর্নীতির তদন্ত নিয়ে চার্জশিট পেশ ইডির