শহর তখন প্রথম বৃষ্টির স্বস্তিতে, আনন্দে আত্মহারা। লাগাতার দাবদাহের পর সোমবার ঝমঝমিয়ে বৃষ্টি তখন শহর জুড়ে। সেই বৃষ্টির আনন্দ উপভোগ করতেই স্কুটি নিয়ে বেরিয়েছিলেন দুই যুবক ও এক কিশোর। আবাসনের মধ্যেই স্কুটি নিয়ে ঘুরছিলেন তাঁরা, হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি গিয়ে পড়ে সোজা আবাসনের একটি পুকুরে।
বিকট আওয়াজ শুনে আবাসনের এক মহিলা ছুটে আসেন। ততক্ষণে বিপদের আর কিছু বাকি নেই। তিনিই প্রথম দেখতে পান ঘটনাটি এবং ওই মহিলাই এক যুবককে উদ্ধার করতে সক্ষম হন। ততক্ষণে তলিয়ে গিয়েছেন বাকি দুইজন। ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবক ও এক কিশোরের। পুকুর থেকে পুলিশ এসে স্কুটিটি উদ্ধার করে।
Toofan Teaser : সিনেমার নামের মতো টিজারেও 'তুফান', ঝড় তুললেন শাকিব, মিমি দেখা কি মিলল ?
পরে দমকল এসে আরও দুই যুবককে উদ্ধার করে, তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মৃত একজনের নাম অমিত সিং (২২), অন্য জনের নাম তানিশ প্রসাদ (১৫)।