অবশেষে সত্যি হল জল্পনা৷ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া বঙ্গবিভূষণ (Banga Bibhushan) পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Dr Amartya Sen)। বিষয়টি নিশ্চিত করেছে তাঁর পরিবার৷ অধ্যাপক সেনের পক্ষ থেকে রাজ্য সরকারকে এ-কথা জানিয়েও দেওয়া হয়েছে।
অমর্ত্য সেন তাঁর পরিবারের মাধ্যমে সরকারকে জানিয়েছেন, তিনি বহু পুরস্কার পেয়েছেন। এ বার তাঁর পরিবর্তে নতুন কাউকে এই সম্মান দেওয়া হোক।
আপাতত অমর্ত্য বিদেশে রয়েছেন। সোমবার পুরস্কার দেওয়ার দিন তিনি কলকাতায় থাকতে পারবেন না। জানা গিয়েছে, অমর্ত্যের অভিমত জানার পর পুরস্কারপ্রাপকদের চূড়ান্ত তালিকায় তাঁর নাম রাখা হয়নি। অমর্ত্যের সঙ্গেই বঙ্গবিভূষণ সম্মান পাওয়ার কথা আর এক নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের (Abhijit Binayak Banerjee)। তিনিও অবশ্য শহরে নেই। আপাতত ফ্রান্সে রয়েছেন।
TMC MPs in Parliament: মুড়ির থালা হাতে সংসদে বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা
ভারতীয় ফুটবলে অনন্য অবদানের জন্য বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হবে কলকাতা ফুটবলের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান ক্লাবকে৷ প্রতিষ্ঠান হিসেবে এই সম্মান পাবে এস এস কে এম সুপার স্পেশালিটি হাসপাতাল।
শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Parta Chatterjee) গ্রেফতারি এবং তাঁর 'ঘনিষ্ঠে'র বাড়ি থেকে কোটি টাকা উদ্ধারের পর অস্বস্তিতে রয়েছে তৃণমূল। এই আবহে বঙ্গবিভূষণ প্রাপকদের পুরস্কার প্রত্যাখ্যান করার আর্জি জানিয়েছিল বিরোধী দল সিপিএম৷ অমর্ত্য পুরস্কার না নেওয়ায় সিপিএমের একাংশের দাবি, তাঁদের আহ্বানেই সাড়া দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। যদি অন্য একটি মহলের মতে, অমর্ত্য সেন যখন এই সিদ্ধান্ত নিয়েছেন, তখনও পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হননি।