ডোমকল পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকীকে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযোগ, দলের বিধায়ক গোষ্ঠীর বিরুদ্ধে। রবিবার দুপুর থেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি নেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকীর বুকে ও মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তাঁকে। অভিযোগ, বিধায়ক জাফিকুল ইসলামের লোকজনই তাঁর উপর হামলা চালিয়েছে।
কাটমানি নেওয়ার অভিযোগে রবিবার ডোমকলে পথ অবরোধও করেন স্থানীয়রা। পুরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকার বেশ কয়েকজন টাকা নেওয়ার অভিযোগ তোলেন। এই নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। রবিবার বেলা ৩টে নাগাদ ডোমকল ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রদীপের উপর হামলার অভিযোগ ওঠে। দোকানে থাকাকালীন দলের কয়েকজন তাঁকে মারধর করে বলে অভিযোগ। অভিযোগ, লোহার রড, বাঁশ এমন কী পিস্তলের বাট দিয়ে তাঁকে ও তাঁর ছেলেকে মারধর করা হয়। অভিযোগ, ওয়ার্ড সভাপতি ঋজু পাল ও বাবুর নেতৃত্বে বিধায়ক ঘনিষ্ঠ ২০-২৫ জন তাঁর উপর হামলা চালায়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ডোমকলের বিধায়ক ও পুরসভার চেয়ারম্যান জাফিকুলের বিরুদ্ধে আরবান হেলথ সেন্টার নির্মাণের ৯০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ করেন ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকী।