প্রতিবছরের মতো চলতি বছরেও মহাসমারোহে দোল উৎসব পালিত হল মায়াপুরের ইসকন মন্দিরে। দেশ-বিদেশের হাজার হাজার ভক্তরা পূর্ণিমা উৎসবে মেতে উঠলেন মন্দির প্রাঙ্গণে।
এই মন্দিরে একমাস ধরে পালিত হয় দোল উৎসব। প্রথা অনুযায়ী, মূল উৎসব পালিত হয় দোল পূর্ণিমার দিনেই। সেই মতোই, রবিবার রাতে অধিবাসের মাধ্যমে শুরু হয় মায়াপুর ইসকনের গৌড় পূর্ণিমা উৎসব। এরপর সকাল থেকেই মঙ্গলারতি এবং নানা অনুষ্ঠান।
আরও পড়ুন - উজ্জ্বয়নের মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুন, অগ্নিদগ্ধ কমপক্ষে ১৩
দিনভর হরিনাম সংকীর্তন-সহ বিশেষ পুজোর আয়োজন করা হয়। তবে, রঙের উৎসবে রং মাখানোর প্রচলন থাকলেও মায়াপুর ইসকনের বাইরের রং একেবারেই নিষিদ্ধ। এখানে ঈশ্বরের বন্দনার মাধ্যমেই দোল উৎসব পালন হয়।