দীপাবলির (Diwali 2023) আর কয়েকদিন বাকি। তার আগে চাহিদা বাড়ছে মোমবাতির (Diwali Candle)। আর সেই বাড়তি চাহিদার জোগান দিতে গিয়ে নাওয়া খাওয়া ভুলেছেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হাই স্কুল পাড়া এলাকায় মোমবাতি কারখানার কর্মীরা।
দীপাবলি আলোর উৎসব। এই উৎসবে প্রতিটি বাড়ি সাজিয়ে তোলা হয় নানা রকমের মোমবাতি দিয়ে। ফলে, কর্মীদের ব্যস্ততা এখন তুঙ্গে। তাঁদের কথায়, বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্যের দিকে ঝুঁকছেন শহর ও গ্রামাঞ্চলের মানুষজন। ফলে, এই বছর দীপাবলিতে মোমবাতির কদর বেড়েছে। আর সেই কারণেই দিনরাত কাজ করে চলেছেন গঙ্গারামপুরের মোমবাতি প্রস্তুতকারকরা।
আরও পড়ুন - কালীপুজোর আগে শুরু ধরপাকড়, সোমবার উদ্ধার ১৫০ কেজি শব্দ বাজি
গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পৌঁছোনোর পাশাপাশি বাজারে টুনি বাল্বের বিপুল চাহিদার কারণে মোমবাতির কদর কমে গিয়েছিল। ফলে চরম সমস্যায় পড়েন গঙ্গারামপুরের মোমবাতি প্রস্তুতকারকরা। বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি মোমবাতি তৈরির কারখানাও। হাতে গোনা কয়েকটি কারখানা চলছে। কিন্তু এই বছর পরিস্থিতি বদলেছে। এখন দীপাবলির মোমবাতি বানিয়েই লক্ষ্মী লাভ করছেন তাঁরা।