শোকজ নোটিস পেলেন তৃণমূলের পূর্ব বর্ধমানের মেমারির সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আবদুল্লাহ। শনিবার বিকেলে সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে সেখানেই নাম না করেই নিজের দলের নেতা এবং কাউন্সিলরদের বিরুদ্ধে মন্তব্য করেন ফারুক। অর্থ তছরুপের প্রসঙ্গও শোনা যায় তাঁর মুখে। এর জেরেই এবার নোটিস পাঠিয়ে ৭২ ঘণ্টার মধ্যে উত্তর চাওয়া হয়েছে তার থেকে।
Nabanna: শিল্পে বিনিয়োগই লক্ষ্য, ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমির দাম কমাতে চলেছে রাজ্য সরকার
এই প্রসঙ্গে, জেলার সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ আসরফউদ্দিন জানান, “এই অভিযোগ ভিত্তিহীন। উনি মিথ্যা কথা বলেছেন। ফারুক আবদুল্লার করা মন্তব্যের প্রেক্ষিতে ৭২ ঘণ্টার মধ্যে তাঁর কাছে জবাব চাওয়া হয়েছে।”