সিত্রাং ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা জারি সুন্দরবনে। মঙ্গলবার বঙ্গোপসাগর উপকূলে আছড়ে পড়তে পারে সিত্রাং। উপকূলবর্তী জেলাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। শনিবার সুন্দরবনের বাসিন্দাদের সতর্ক করল জেলা প্রশাসন। জেলা জুড়ে চলছে মাইকিং। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সুন্দরবনের হেমনগর কোস্টাল থানা, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি এলাকায় সাধারণ মানুষের উদ্দেশে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। রায়মঙ্গল, বড় কলাগাঠি, ইছামতী, বিদ্যাধরী, ডাসা নদীতে জল বাড়ার সম্ভাবনা আছে। অমাবস্যার ভরা কোটালেও যার প্রভাব পড়বে। প্রশাসন জানিয়েছে, বিপর্যয় মোকাবিলা টিম ও স্থানীয় পঞ্চায়েতরা একযোগে এই ঘূর্ণিঝড় ঠেকাতে প্রস্তুত আছে।
আরও পড়ুন: Cyclone Sitrang: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, দুর্যোগ মোকাবিলায় আগেভাগেই তৎপর ২৪ পরগনা জেলা প্রশাসন
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে সিত্রাং। সোমবার থেকে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বাংলাদেশের দিকে গেলেও রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে প্রভাব পড়তে পারে সিত্রাংয়ের।