জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে বাম ঐক্যের কাছে সবকটি আসনে হেরেছে বিজেপির ছাত্রসংগঠন এবিভিপি। নির্বাচনী আবহে নিঃসন্দেহে এই জয় উল্লেখযোগ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের দাবি, এবার বাংলা এবং গোটা দেশে বিজেপির হারের পালা।
মঙ্গলবার প্রচারে বেরিয়ে ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা এ বারের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি দীপ্সিতা। তাঁকে ‘মিস্টার ইন্ডিয়া’ বলে খোঁচা দিয়ে দীপ্সিতা বলেন, তিনিও শ্রীরামপুরের ভোটার, গত ১৫ বছর ধরে তিনিই এমপি। কোনওদিন তাঁকে এলাকায় দেখা যায়নি।
প্রচারে বেরিয়ে মাইক হাতে দীপ্সিতা বলেন, ‘JNUতে যখন ভোট হল, চারটি আসনেই বামপন্থীরা জয়ী হল। বিজেপি শূন্য হয়ে গেল। আমরা জানি, এই লাল ঝড় বাংলা তথা গোটা দেশেও আসছে। কারণ, সাধারণ মানুষ জানেন, তাদের বন্ধু কে এবং কারা মানুষের দুঃখ-দুর্দশা বোঝে।’’