পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম পরিদর্শনে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দুপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান তিনি। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। ঘটনাস্থলে দাঁড়িয়ে দিলীপ ঘোষ দাবি করেন, বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২২ জনের। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে ৯ জনের মৃত্যুর খবর। সেই সঙ্গেই তিনি একহাত নিলেন পুলিশ ও প্রশাসনকে। তিনি বলেন, 'পুলিশকে তথ্য দেওয়া সত্ত্বেও পুলিশ 'মজা' দেখতে আসে'।
উল্লেখ্য, এর আগেই পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল ঘুরে দেখেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সাহারা গ্রামে গিয়ে কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। ঘটনাস্থলের একটু দূরে একটি ছাদে উঠে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তিনি। কলকাতা হাই কোর্ট এই ব্যাপারে শুভেন্দুকে মামলা করার অনুমতি দেওয়ার আগেই পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল ঘুরে দেখেন তিনি।