বিরোধী জোট নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। ব্যাঙ্গ করে তাঁর মন্তব্য, হাওয়া খেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিরোধী জোটের যে নামকরণ করা হয়েছে তা নিয়েও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী রাজনৈতিক দলগুলি বৈঠক করে। বৈঠকে বিরোধী জোটের নামকরণও করা হয়েছে। আর তারপরেই কটাক্ষ দিলীপের গলায়।
NDA-র পালটা মঞ্চ গড়ে জাতীয় স্তরে লড়াইয়ের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এনিয়ে বেঙ্গালুরুতে বৈঠকও হয়। ওই বৈঠকে বিজেপি বিরোধী দলগুলি নিয়ে যে মঞ্চ গঠন করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে INDIA।
আরও পড়ুন- Mamata Banerjee : মমতার নামকরণে ভারতীয় জোট রাজনীতিতে তৈরি হল INDIA
তৃণমূল নেত্রীর উদ্দেশে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একটুতেই হাওয়া খেয়ে যান। কখনও অরবিন্দ কেজরিওয়াল, কখনও নীতীশ কুমার, কখনও বা সনিয়া গান্ধী ওনাকে (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়কে) হাওয়া দিচ্ছেন”।
পাশাপাশি বিরোধী জোটের নামকরণ নিয়ে তিনি বলেন, ইন্ডিয়া নামটি বিদেশি ভাবধারায়। আমরা ভারতে রয়েছে।