বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের (TMC) প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriya)। শিবির বদলে তৃণমূলে (TMC) আসার পরেই তাঁর সামনে এল সুযোগ। যা নিয়ে প্রথম থেকেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)!
আরও পড়ুন: চিরাচরিত প্রথা মেনে দোলের পরের দিন রং খেলায় মাতলেন বর্ধমানবাসী
সেই ট্র্যাডিশন বজায় রেখেই ফের বাবুলের (Dilip Ghosh Slammed Babul Supriya) বিরুদ্ধে তোপ দাগল বিজেপি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, 'সাত বছরের রাজনৈতিক জীবনে ৭ বছরই মন্ত্রী ছিলেন। মোদীকে ধোঁকা দিয়ে বাঙালির নাক-কান কেটেছেন বাবুল। এর আগে অটলবিহারী বাজপেয়ী মমতাকে (Mamata Banerjee) বিশ্বাস করেছিলেন। উনি ধোঁকা দিয়েছেন। মোদীজি (Narendra Modi) বাবুলকে বিশ্বাস করেছিলেন। বাবুল (Babul Supriya) দাগা দিয়েছেন। বাঙালি বিশ্বাসঘাতক এটা উনি প্রমাণ করেছেন। বাঙালির মান-সম্মান নষ্টের জন্য বাবুল সুপ্রিয়ই দায়ী'।
পাল্টা জবাব দিতে ছাড়েনি শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। মেয়র ফিরহাদ হাকিম বললেন, 'যখন আমার দিকে থাকে তখন ভাল, আর অন্যদিকে গেলেই খারাপ।'