মাত্র কয়েকদিন আগেই কলকাতার আইসিসিআরে বিজেপির কেন্দ্রীয় নেতা প্রকাশ জাওড়েকরের সভা চলার সময় বাইরে হাতাহাতিতে জড়িয়েছিলেন বিজেপি কর্মী। সেই রেশ কাটার আগে এবার মেদিনীপুরে খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের সভার বাইরে এক মহিলাকে হাতে দড়ি বেঁধে মারধরের অভিযোগ উঠল। নিগৃহীত ওই মহিলার নাম শেফালি রায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রেলে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা তোলার। এই ঘটনায় মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, বিষয়টি স্থানীয় ইউনিয়ন নেতারা দেখছেন। ঘটনার পর তৃণমূলের কটাক্ষ, বিজেপির দলের নেতা-কর্মীরাও যে দুর্নীতির সঙ্গে যুক্ত, তার প্রমাণ পেল খড়্গপুরের মানুষ।
বৃহস্পতিবার বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংঘ সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছিল সাংসদ দিলীপ ঘোষকে। সেই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা সদস্যরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সভায় এসেছিলেন শেফালি রায় । মূলত তাঁকে ধাওয়া করেই খড়গপুরে আসেন মালদহের বেশ কয়েকজন বাসিন্দা। তাঁদের অভিযোগ, রেলে চাকরি দেওয়ার নাম করে এক একজনের থেকে দুই থেকে তিন লাখ টাকা করে তোলেন শেফালি। তারপর চাকরি দেওয়া তো দূর অস্ত, কার্যত বেপাত্তাই হয়ে যান। মূলত দিলীপ ঘোষের সভার ভিতর থেকেই শেফালিকে বার করে বাইরে আনা হয়।
পুলিশ জানিয়েছে, শেফালিকে গণপিটুনি দেওয়ার পর স্থানীয় একটি লজে আটকে রাখা হয়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় কমবেশি সাত থেকে আট জনকে আটক করা হয়েছে। ঘটনা সম্পর্কে প্রথমে কিছু বলতে চাননি দিলীপ। পরে জানান, স্থানীয় ইউনিয়ন নেতাদের দেখতে তিনি নির্দেশ দিয়েছেন।