আধঘণ্টার ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। রবিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালেই কলকাতা যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার রাতে মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই জলপাইগুড়ি নিয়ে হালকা চালে কথা বলতে গিয়ে বিতর্ক তৈরি করে ফেললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী দিলীপ ঘোষ সোমবার সকালে টর্নেডো বিপর্যয় নিয়ে রাজনৈতিক মন্তব্য করেন। তিনি বলেন, "ঝড় তো উত্তরবঙ্গে শুরু হচ্ছে। ভোট ওই দিক থেকেই শুরু হচ্ছে। বিজেপির ঝড় শুরু হচ্ছে। তাতেই লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে।"
১৯ এপ্রিল জলপাইগুড়িতে ভোটগ্রহণ। ২০১৯ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির রাজনৈতিক 'ঝড়' দেখা গিয়েছিল। উত্তরের আটটি আসনের মধ্যে সাতটিতেই জয় পেয়েছিল বিজেপি। জলপাইগুড়ি আসনে ১ লক্ষ ৮৪ হাজার ভোটে জয় পায় বিজেপি।