শনিবার বিজেপি (BJP) নেতা তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেছিলেন, বঙ্গ বিজেপিতে যা চলছে তা দলের জন্য অশনি সংকেত। রবিবার সকালে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানালেন, দলের অন্দরে ক্ষোভ থাকলে তা সামাল দেওয়ার দায়িত্ব নেতৃত্বের।
দিলীপ বলেন, "দলে ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে। অনেক বদল এসেছে। সকলে সেই বদল মানতে পারেননি। ক্ষুব্ধ হয়েছেন। সেই ক্ষোভ সামাল দেওয়ার জন্য নেতারা আছেন। তাঁদের দায়িত্ব এই ক্ষোভ প্রশমন করা।"
আরও পড়ুন: BJP Bengal: 'উপরে ভুল বার্তা যাচ্ছে',বৈঠক শেষে দাবি শান্তনু ঠাকুরের, টুইটে বঙ্গ বিজেপিকে খোঁচা তথাগতের
শান্তনু ঠাকুর শনিবার তীব্র আক্রমণ করেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে৷ তাঁর দাবি, দিল্লির নেতাদের কাছে ভুল বার্তা পাঠানো হচ্ছে।