রেল ব্রিজ উদ্বোধন করে বিতর্কে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পরেও কীভাবে তিনি উদ্বোধন করেন তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় সরব বিরোধীরা।
প্রায় ৬ মাস আগে তৈরি হয়েছিল বহরমপুরের চুয়াপুর রেলব্রিজ। শুক্রবার সকালে ওই ব্রিজটি উদ্বোধন করেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, রেলব্রিজ উদ্বোধন করে আদর্শ নির্বাচন বিধি ভঙ্গ করেছেন দিলীপ ঘোষ।
যদিও দিলীপের বক্তব্য, রেলব্রিজটি শহরাঞ্চলে। তাই ওই এলাকার ব্রিজ উদ্বোধন করলেও তা নির্বাচনী বিধি ভঙ্গের মধ্যে পড়ে না।
এবিষয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে নির্বাচন বিধি লাগু হয়েছে। ফলে ওই ব্রিজ দিলীপ ঘোষ উদ্বোধন করতে পারেন না বলে জানিয়েছেন। এমনকী, ব্রিজটি উদ্বোধন করার জন্য রেলের তরফে কোনও বিজ্ঞাপনও দেওয়া হয়নি বলে অভিযোগ।