Dilip Ghosh : প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত নন, বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের

Updated : Apr 19, 2022 09:52
|
Editorji News Desk

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে (BGBS) আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । তাঁর না আসার কারণ কী ? এই নিয়ে প্রশ্ন উঠছে । রাজনৈতিক বিশ্লেষকের মতে, প্রধানমন্ত্রী রাজ্য সরকারের আয়োজিত শিল্প সম্মেলনে এলে তা বঙ্গ বিজেপির(BJP West Bengal) কাছেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়াত ৷ যদিও দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবি, মুখ্যমন্ত্রী তিনমাস আগে মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে । তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি । তাই, বিশ্ব বাণিজ্য সম্মেল্লনে প্রধানমন্ত্রীর আসার কোনও কারণ তিনি খুঁজে পাচ্ছেন না ।

মঙ্গলবার সল্টলেকের সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য শুভ কামনা জানান দিলীপ ঘোষ । বলেন, "আশা করম অন্যান্যবারের থেকে ব্যতিক্রম হবে এই সম্মেলন । খরচের পাশাপাশি রাজ্যে যাতে বাণিজ্য আসে, শিল্প আসে, সেই দিকে যেন রাজ্য সরকার নজর দেয় । "

আরও পড়ুন, Bengal BJP meeting today: জেলায় জেলায় বিদ্রোহ, গোষ্ঠীদ্বন্দ্ব; মঙ্গলবার বৈঠকে বসছে রাজ্য বিজেপি নেতৃত্ব
 

সোমবারই জানা যায়, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন না নরেন্দ্র মোদী(PM Narendra Modi)৷ সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে শিল্প সম্মেলনের(Bengal Global Business Summit 2022) আমন্ত্রণ পত্র বণ্টনের কাজ শুরু হয়েছে ৷ সেই আমন্ত্রণপত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের(Jagdeep Dhankhar) নাম থাকলেও নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ৷

এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি মোদী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন না ? রাজ্য বিজেপির তরফে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয় যে, প্রধানমন্ত্রী আসবেন না । বিজেপির কথায়, যে অনুষ্ঠান থেকে রাজ্যের জন্য কিছুই আসে না, শুধু মানুষের টাকা খরচ হয়, সেই সম্মেলনে না আসাই উচিৎ প্রধানমন্ত্রীর ।

প্রসঙ্গত, আগামী ২০ এপ্রিল থেকে নিউটাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন(Bengal Global Business Summit 2022) শুরু হওয়ার কথা৷ অনেকদিন আগে থেকেই এই সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল রাজ্য সরকার৷ সেই মতো কয়েকমাস আগেই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীকে এই সম্মেলনে হাজির থাকার জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷

Dilip GhoshBGBSNarendra ModiBengal Global Business Summit

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর