Dilip Ghosh: পরবর্তী BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? শুভেন্দুর মিষ্টি মুখ করানোর পরেই নয়া সমীকরণের ইঙ্গিত

Updated : Aug 03, 2024 13:56
|
Editorji News Desk

দিলীপ ঘোষকেই BJP-র রাজ্য সভাপতি চাইছে RSS। সূত্রের খবর, এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে দিল্লির BJP-র সদর দফতরে। সেখানে কেন্দ্রীয় নেতাদের কাছে দিলীপের নামই সুপারিশ করা হয়েছে RSS এর তরফে। সংবাদ প্রতিদিনে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে এই বিষয়টি জানানো হয়েছে। 

গত লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ। যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের কাছে হারতে হয়েছিল তাঁকে। তারপর থেকে দলের অন্দরে একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ। 

এদিকে এতদিন রাজ্য সভাপতি পদে ছিলেন সুকান্ত মজুমদার। কিন্তু লোকসভা নির্বাচনে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তিনি। ফলে BJP-র নীতি অনুযায়ী রাজ্য সভাপতি পদ ছাড়তে হবে তাঁকে। সুকান্তর ছেড়ে যাওয়া পদে কে বসবেন সেনিয়ে শুরু হয়েছিল জল্পনা। অনেকে দিলীপ ঘোষকে ওই পদে বসানোর কথা বললেও তার বিরোধিতাও শোনা গিয়েছিল গেরুয়া শিবিরের অন্দরে। 

দিলীপ ঘোষ কোণঠাসা হলেও নিজের উদ্যোগেই বিভিন্ন জেলায় জেলায় ঘুরে সংগঠনের কাজ দেখছিলেন। এমনকি দলের বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। যদিও গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতি বদল হতে শুরু করে। দিলীপ ঘোষের জন্মদিনে তাঁকে মিষ্টিমুখ করিয়ে দেন শুভেন্দু অধিকারী। দীর্ঘক্ষণ একান্তে বসে আলোচনাও করেন। তার পর থেকই নতুন সমীকরণের জন্ম হয় গেরুয়া শিবিরের অন্দরে। 

দলীয় সূত্রে খবর, RSS এর তরফে রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের নাম প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে BJP-র অন্য একটি সূত্রের দাবি, গেরুয়া শিবিরের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে আসছিল। সেই কারণেই দিল্লির নির্দেশেই দিলীপের সঙ্গে দেখা করেন শুভেন্দু।  

Dilip Ghosh

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর