দীর্ঘদিন ধরেই রাজ্যের থেকে প্রাপ্য ফান্ড পাচ্ছে না NCC, যার জেরে বেজায় সমস্যার মধ্যে রয়েছেন ক্যাডেটরা৷ বারংবার রাজ্যসরকারকে এই প্রসঙ্গে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। এরপর NCC এর তরফে চিঠি দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রকে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের বিরোধী শিবির। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এনসিসি প্রশিক্ষণ বন্ধ হয়ে গেলে এখানে কি কেন্দ্র সরকারের অগ্নিবীর প্রকল্প ব্যাহত হবে?
এর উত্তরে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি জানান, "সেনা,আধা সেনা এতে যে নিয়োগ হয় সব NCC থেকে যায়। নাহলে সবাই NCC করে না, তার জন্য আলাদা সিস্টেম রয়েছে। বহু বছর ধরে মনে হয়েছে সরকারের স্বাধীনতার পর থেকে আমাদের যুবকদের যুবতীদের দেশ প্রেম ও নিয়মাবর্তিতার প্রশিক্ষণ হওয়া উচিত। তাই কোটি কোটি টাকা খরচ করে স্কুল জীবন থেকে ডিসিপ্লিন আনার চেষ্টা হয়। আর এটা বড় অভিযান হিসাবে চলছে সেনা লোকেরা এসে প্রশিক্ষণ দেন সেই জন্য সারাদেশে এটা চলছে। বহু ছেলে মেয়ে উপকৃত হয় তারা ছোটবেলা থেকে শৈশব থেকে এই ধরনের নিয়ে নিয়মানুবর্তিতার শিক্ষা পায়।
এরপরেই রাজ্য সরকারের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়ে দিলীপ ঘোষ বলেন, "তাই NCCর ব্যবস্থায় পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে তাদের পার্টির নেতাদের মত সবাই চরিত্রহীন আর চোর হোক তাহলে এখানে এনসিসি বন্ধ করে দেওয়া উচিত। সেই জন্যই বোধহয় করছে। এনসিসি করলে কেউ মা মাটির ঝান্ডা ধরবে না সেইজন্য হয়ত বন্ধ করে দিচ্ছে।"