নির্বাচনী প্রচারে(Election Campaign) কোভিড বিধি ভঙ্গের অভিযোগ দিলীপ ঘোষের(Dilip Ghosh) বিরুদ্ধে । এদিন, আসানসোল পৌরনিগমের(Asansol Municipal) বরাকরে পুরভোটের প্রচারে যান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । অভিযোগ, তিনি কোভিড বিধি(Covid Guidelines) না মেনে জমায়েত করেছেন । পুলিশ বাধা দিলেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় । চলে ধস্তাধস্তি । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ।
মঙ্গলবার সকালে বিজেপি(BJP) কর্মী সমর্থকদের নিয়ে আসানসোলে প্রচার করছিলেন দিলীপ ঘোষ । প্রচারকে কেন্দ্র করে ভিড় তৈরি হয় । তাই মিছিলে বাধা দেয় পুলিশ । তখন বিজেপি কর্মীরা পুলিশের উপর চড়াও হন । শুরু হয় বচসা । পুলিশকে ধাক্কা পর্যন্ত মারা হয় । তারা মিছিল এগিয়ে নিয়ে যেতে চাইলে ফের তাদের পথ আটকায় পুলিশ । অবশেষে রাস্তায় বসে পড়েন দিলীপ ঘোষ । দিলীপ ঘোষের দাবি, কোভিড বিধি মেনেই প্রচার করা হয়েছে ।
২২ জানুয়ারি রাজ্যে চার পুরসভার নির্বাচন । জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি । কোভিড বিধি মেনে এই প্রচার করতে বলেছে রাজ্য নির্বাচন কমিশন । এমনকী ভার্চুয়াল প্রচারে বেশি জোর দিতে বলা হয়েছে । কিন্তু, তারপরেও কোভিড বিধি ভঙ্গের অভিযোগ উঠছে শাসক থেকে বিরোধী দলগুলির বিরুদ্ধে ।