হস্টেলের জানলায় দাঁড়িয়ে চিৎকার করে কুরুচিকর মন্তব্য করতে বাধ্য করা হয়েছিল মৃত প্রথম বর্ষের পড়ুয়াকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর তদন্তে এমনই বিষয় জানতে পেরেছে পুলিশ। পুলিশের একাংশের মত, মৃত ছাত্রকে সমকামীতা নিয়েও একাধিক প্রশ্ন করা হয়েছিল।
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তে এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও মেইন হস্টেলের একাধিক পড়ুয়ার সঙ্গে কথা বলেছে তারা। ঘটনার দিন ঠিক কী হয়েছিল সেবিষয়ে পরিষ্কার ধারণা করতে চাইছেন তদন্তকারী অফিসাররা। সেই তদন্তেই পুলিশ জানতে পেরেছে, প্রকাশ্যে কুরুচিকর কথা বলতে বাধ্য করা হয়েছিল মৃত পড়ুয়াকে।
Read More- ছেলে যাদবপুরের ঘটনার সঙ্গে জড়িত নয়, জানালেন ধৃত জয়দীপের বাবা
ধৃত মোট ১৩ জনের মধ্যে বেশ কয়েকজন প্রাক্তন পড়ুয়া রয়েছেন। এদিকে এই ঘটনার পর শনিবার কয়েকজন অভিযুক্তের সঙ্গে নিজে কথা বলেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা করেন তিনি।