প্রায়ই এখন শোনা যায় স্ত্রীকে ভালবাসার উপহার হিসাবে চাঁদে জমি কিনে দিচ্ছেন স্বামী । এ রকম ঘটনার উদাহরণ অনেক । সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে হইচই কম হয় না। এবারও শিরোনামে তেমন একটা খবর। তবে, এখানে গল্পটা স্বামী-স্ত্রীর নয় । ঠাকুমা-নাতনির । নাতনি হওয়ার খুশিতে তার নামে এক একর জমি কিনে ফেললেন ঠাকুমা (Grandmother buys land on Mars) । তবে চাঁদে নয়, জমি কিনেছেন মঙ্গলে । নাতনিকে এই অভিনব উপহার দিয়ে সবাইকে চমকে দিয়েছেন শিখা হালদার ।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের (Diamond Harbour news) ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা হালদার। পেশায়, দেওয়ানি আদালতের আইনজীবী। সম্প্রতি ঠাকুমা হয়েছেন তিনি । ১২ জুন নাতনি দেবাংশ্রীর অন্নপ্রাশন ছিল । ওই দিনই নাতনির হাতে এই বিশেষ উপহার (Land on Mars) তুলে দিয়েছেন তিনি ।
আরও পড়ুন, Anima Talukdar: বয়স-কে বুড়ো আঙুল দেখিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতলেন কালনার অনিমা তালুকদার
সোনা,রূপো নয়, তিনি চেয়েছিলেন, নাতনিকে কোনও অভিনব উপহার দিতে । নাতনির জন্ম মঙ্গলবার । তাই মঙ্গলেই জমি কেনার সিদ্ধান্ত নেন তিনি । এই বিষয়ে প্রথমে এক জ্যোতিষের সঙ্গে কথা বলেন। তাঁর পরামর্শ মতো সংশ্লিষ্ট জায়গায় যোগযোগ করেন । আবেদন করেন । আবেদনের তিন মাস পর, ২৪ ফেব্রুয়ারি কাগজপত্র হাতে পান তিনি । এরপর গত ১২ জুন, নাতনির জন্মদিনে বিষয়টি প্রকাশ্যে আনেন । তাঁর এই অভাবনীয় উপহারে অভিভূত পরিবার থেকে আত্মীয়রা ।