একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে বিনামূল্যে কোচিং সেন্টার (Coaching Center) চালু ডায়মন্ডহাবার জেলা পুলিশের (Diamond Harbour District Police)। পুলিশের এই প্রজেক্টের নাম এইম অ্যান্ড অ্যাচিভ (Aims and Achieve)। কেরিয়ার অ্য়ান্ড কোর্স (Career and Course) নামে একটি সংস্থা ডায়মন্ডহারবার জেলা পুলিশের সঙ্গে হাত মিলিয়েছে। এই সংস্থার মাধ্যমেই দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিনামূল্যে নিট ও জয়েন্ট এন্ট্রান্সের ক্লাসও হবে।
অনলাইনে সপ্তাহে পাঁচদিন করে দুঘণ্টা করে ক্লাস হবে। সকালে ৮টা থেকে ১০টা ও বিকেলে ৪টে থেকে ৬টা ক্লাস হবে। বুধবার ডায়মন্ডহারবার জেলা পুলিশের অন্তর্গত ১৬টি থানার ৪০০ জনকে নির্বাচিত করা হয়। তাঁদের মধ্যে ভালো রেজাল্ট করেছে, এমন ৪৫জন ছাত্রছাত্রীকে পৈলানের ডায়মন্ডহারবার জেলা পুলিশ সুপারের অফিসে ডাকা হয়। সেখানে তাঁদের সার্টিফিকেটও দেওয়া হয়।
আরও পড়ুন: বিধানসভায় গোলমাল নিয়ে স্পিকারকে চিঠি রাজ্যপালের, কড়া জবাব দিলেন বিমান
জানা গিয়েছে, পুলিশের পক্ষ থেকে তাড়াতাড়ি এই কোচিং সেন্টার চালু করা হবে। বাইরে যে কোর্স করতে গেলে লক্ষাধিক টাকা খরচ হয়, তা বিনামূল্যে করা যাবে এই কোচিং সেন্টার থেকে।