Jalpaiguri Dialysis fraud: জলপাইগুড়ি হাসপাতালে মৃতদের নামে লক্ষাধিক টাকার ভুয়ো ডায়ালিসিস বিল

Updated : May 28, 2022 12:54
|
Editorji News Desk

যে রোগীর নামে ডায়ালিসিস চলছে, খরচ হচ্ছে বিরাট অঙ্কের টাকা, কিন্তু সেই রোগী মারা গেছেন প্রায় একবছর। অবাক হলেন? অবাক হওয়ার মতোই ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে। এবার মৃত রোগীর নামে ভুয়ো বিল বানিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠল জলপাইগুড়ি সদর হাসপাতালে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে (Jalpaiguri)। 

জানা গেছে, জলপাইগুড়ি সদর হাসপাতালে(Jalpaiguri State General Hospital) একটি ডায়ালিসিস ইউনিট রয়েছে। যেটি পিপিপি মডেলে(PPP Model) কলকাতার একটি সংস্থার দ্বারা পরিচালিত হয়। রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের অভিযোগ, এই সংস্থার কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই মৃত ব্যক্তিদের নামে ভুয়ো বিল বানিয়ে টাকা আত্মসাৎ করছে। এই ঘটনার বিরুদ্ধে তাঁরা শুক্রবার হাসপাতাল চত্বরে একটি সাংবাদিক সম্মেলন করে ভুয়ো বিলের কপি তুলে দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের দাবি জানান। 

আরও পড়ুন- CPIM arrange funds for Piyali Basak: এভারেস্টজয়ী পিয়ালীর জন্য অর্থসংগ্রহ, পথে হুগলির বাম ছাত্র-যুবরা

যে নামগুলির ভুয়ো বিলের কপি দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম জলপাইগুড়ি পুরসভার(Jalpaiguri Municipality) ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দলবাহাদুর বিশ্বকর্মা। যিনি পেশায় ছিলেন এক পুলিশ আধিকারিক। অবসর নেওয়ার পর তাঁর কিডনির অসুখ ধরা পরে। এরপর তিনি প্রায় দু’বছর ধরে জলপাইগুড়ি সদর হাসপাতালে ডায়ালিসিস নিয়েছিলেন। গত ২০২১ সালের ২৩শে জুন তারিখে মৃত্যু হয় তাঁর।

পরিবারের অভিযোগ, ২০২১-এর জুন মাসের পর থেকে মৃত দলবাহাদুর বিশ্বকর্মার নামে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত ভুয়ো বিল তৈরি হয়েছে। তাঁর পরিবার এই ঘটনা জানার পর রীতিমত অবাক হয়ে যান। উপযুক্ত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ওই পরিবার।

তবে জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বে থাকা চিকিৎসক জ্যোতিষচন্দ্র দাস বলেন, তিনি এইধরনের কোনও লিখিত অভিযোগ পাননি। কিন্তু অভিযোগ পেলে তদন্ত করা হবে বলে আশ্বাস দেন তিনি।

West BengalJalpaiguriDialysis fraudHospital

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর