জলপাইগুড়ি জেলার ধূপগুড়িকে (Dhupguri Sub Division) পৃথক মহকুমা করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এতদিন তা আইনি জটে আটকে ছিল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়ে দেন ধূপগুড়ি পৃথক মহকুমা হওয়ার বিষয়ে আইনি জট কেটে গিয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে একটি পৃথক অনুষ্ঠান করেন। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ধূপগুড়ি এবার থেকে পৃথক মহকুমা। আইনি জটের বিষয়ে হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের সঙ্গেও তাঁর কথা হয়েছে। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: এগিয়ে এল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, বড় সিদ্ধান্ত রাজ্যের শিক্ষা দফতরের