দুই অনুগামী ধরা পড়লেও এখনও কেন অধরা শাহাজান শেখ? এই প্রশ্নে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। এবার এই বিষয়ে মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আর তিনি এই গোটা বিষয়টার দায় চাপালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির উপরে। একই সঙ্গে এদিন তিনি ১৪৪ ধারা নিয়ে প্রশাসনের পরিকল্পনার কথাও জানিয়েছেন।
সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, ইডি শাহাজানের বিরুদ্ধে তদন্ত করছিল। ফলে রাজ্য পুলিশের নয় শাহাজানকে ইডির গ্রেফতার করা উচিত। কারণ, রাজ্য পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করলে ইডি সেই তদন্ত বন্ধ করিয়ে দিয়েছে।
আরও পড়ুন - সন্দেশখালির ঘটনায় খুন ও গণধর্ষণের চেষ্টা ধারা যোগ, অভিযুক্ত উত্তম ও শিবু
একইসঙ্গে তিনি জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারির আগে সন্দেশখালি থেকে কোনও অভিযোগ জমা পড়েনি। তার পরে যা অভিযোগ জমা পড়েছে তার ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।