জন্মাষ্টমী (Janmasthami) উপলক্ষে সেজে উঠেছে চাকলা ধাম। তবে, বাবা লোকনাথের জন্ম তিথি আসতে এখনও দিন কয়েক বাকি থাকলেও জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে চাকলায় (Chakla)। দূর-দূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেছেন উত্তর ২৪ পরগনা জেলায় বাবা লোকনাথের (Loknath) অন্যতম তীর্থক্ষেত্র চাকলা ধামে।
প্রতিবছরের মত চলতি বছরও লক্ষাধিক ভক্ত সমাগম ঘটবে চাকলায়। এমনটাই অনুমান মন্দির কমিটির। সেই কারণেই বিশেষ ব্যবস্থা কোরা হয়েছে। বাড়তি পুলিশ প্রশাসন ও মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে গোটা মন্দির চত্বরে।
আরও পড়ুন - কৃষ্ণের জন্মদিনে এলাহি আয়োজন, তালের মিষ্টি কিনতে লম্বা লাইন
কয়েক কিলোমিটার দূর থেকেই আলোর ব্যবস্থা করা হয়েছে ভক্তদের সুবিধার জন্য। জন্মাষ্টমী উপলক্ষে বাবার যে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে সেখানেও দেখা যাচ্ছে এই বিশেষ ব্যবস্থা।