Flood: মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করতে চার-পাঁচ বছর সময় লাগবে, ঘাটালের বন্যা পরিস্থিতি দেখে মন্তব্য দেবের

Updated : Sep 22, 2024 18:43
|
Editorji News Desk

DVC-র ছাড়া জলে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। আর তারপরেই প্রশ্ন ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। গত লোকসভা নির্বাচনে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দেব। তারপরেও কেন কাজের অগ্রগতি নেই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সব জবাব দিলেন ওই তৃণমূল কংগ্রেস সাংসদ। 

রবিবার ফের ঘাটালে পৌঁছন অভিনেতা সাংসদ দেব। তিনি জানিয়েছেন, ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কয়েকমাসের মধ্যে এই কাজ সম্পন্ন করা সম্ভব নয়। এর জন্য কয়েকবছর সময় লাগবে। 

কী বললেন দেব? 
তিনি বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান নয় যা তাড়াতাড়ি কাজ শেষ হবে। আমি বলতে চাই, শুরু থেকে শেষ করতে চার, পাঁচ বছর সময় লাগবে। আমাদের সরকারের প্রথম ধাপ অর্থাৎ জমি চিহ্নিতকরণের কাজ হয়ে গিয়েছে। এবং যাঁদের কাছ থেকে জমি নেওয়া হবে তাঁদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে। যে বাজারগুলি রয়েছে সেই বাজারগুলি ভাঙতে হবে। তাদের সঙ্গেও কথা শুরু হয়েছে। দুটি পাম্পিং স্টেশন তৈরি করা হবে। তার জন্যও জমি চিহ্নিতকরণ হয়েছে। অতি দ্রুত কাজ হচ্ছে।"

অন্যদিকে তিনি আরও জানিয়েছেন,  ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলেও যে এই বন্যা সামাল দেওয়া যেত কিনা সেনিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কারণ প্রায় পাঁচ লাখ কিউসেক জল ছাড়া হয়েছে। একাধিক জেলা জলমগ্ন হয়েছে। এই বিপুল পরিমাণ জল ধরে রাখা ঘাটাল মাস্টারপ্ল্যানের পক্ষে সম্ভব নয়।

বিগত কয়েকদিনের বৃষ্টি তার সঙ্গে DVC-র একাধিক জলাধার থেকে জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন। বুক অবধি জল ঘাটাল, পাঁশকুড়া সহ বিভিন্ন এলাকায়। একাধিক বাড়ি ভেসে গিয়েছে।   এরপরেই ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হয়নি কেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা।

Ghatal

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর