”যাদের পাকা বাড়ি আছে তারা আবাসের ঘর পেয়ে যাচ্ছে, যাদের মাথায় ছাদ নেই তারা পাচ্ছে না। এটা ভুল হচ্ছে।” প্রধানমন্ত্রী আবাস দুর্নীতি নিয়ে এবার সোচ্চার ঘাটালের তৃণমূল সাংসদ দেব(Dev on PM Awas Yojana Scam)। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এক কর্মসূচিতে এসে আবাস দুর্নীতি ইস্যুতে এভাবেই নিজের ক্ষোভ জানালেন ঘাটালের তারকা সাংসদ(Ghatal TMC MP)। এরপরেই তিনি জানান, “আমার দলই হোক বা অন্য কোনও দল, যেটা ভুল সেটা ভুলই।”
দীর্ঘদিন ধরেই রাজ্যের আবাস দুর্নীতি(PM Awas Yojana Scam) ইস্যুতে সোচ্চার হয়েছে বিরোধীরা। বিভিন্ন জায়গায় আশাকর্মী-প্রশাসনিক কর্তাদের সামনে বিক্ষোভও দেখান সাধারণ মানুষ। এবার সেই প্রেক্ষিতেই সাংসদ দেবের(TMC MP Dev) এই বয়ান তৃণমূলের(TMC on PM Awas Yojana Scam) চাপ বাড়ালো বলেই মত রাজনৈতিক মহলের।
শুধু আবাস যোজনা নয়, আগেও রাজনৈতিক অশান্তি(Political Clash in West Bengal) নিয়েও সরব হন তিনি। ঘাটালের তারকা সাংসদের(Ghatal TMC MP) কথায়, “রাজনীতি মানে মানুষের পাশে থাকা, আপদে বিপদে থাকা।" তাঁর মতে, যে রাজনীতির জন্য মারপিট-রক্তারক্তি করতে হয়, সেই রাজনীতিতে তিনি বিশ্বাসী নন। দেব(TMC MP Dev) আরও জানান, “একটা দল করলে অপর দল শত্রু, এমন ভাবা উচিত নয়।”