স্বপ্ন সত্যি হলে ঠিক কতোটা পথ পেরনো যায়? বাদনান থেকে বাকিংহাম বোধহয়। হুগলির তরুণীর স্বপ্ন অন্তত পৌঁছে গিয়েছে ব্রিটেনের রাজপ্রাসাদে। তাঁরই নকশা করা পোশাক পরে রাজ্যাভিষেক হতে চলেছে চার্লস-এর, রাণী ক্যামিলার পরনেও থাকবে প্রিয়াঙ্কার নকশা করা পোশাক।
প্রিয়াঙ্কা মল্লিক। বয়স তিরিশের কোঠায় পৌঁছয়নি এখনও। স্বপ্ন ছিল তাঁর তৈরি নকশাই অঙ্গে জড়ান ব্রিটেনের রাণী। রাণী এলিজাবেথ পরেছিলেন, সাম্রাজ্যের সত্তর বছর উদযাপনের অনুষ্ঠানে। এবার চার্লস-ক্যামিলারও পছন্দ হয়েছে হুগলির এই তরুণীর নকশা। চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানেও তাই আরও একবার স্বপ্ন সত্যি হতে চলেছে প্রিয়াঙ্কার।
Same-sex marriage: সমলিঙ্গ বিবাহ নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে, সুপ্রিম কোর্টকে জানাল মোদী দরকার
তবে, নিজে খানিক অসুস্থ থাকায়, প্রিয়াঙ্কা বাকিংহামে গিয়ে এই স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকতে পারছেন না, ভার্চুয়াল উপস্থিতি অবশ্য থাকছেই।