রাজ্যজুড়ে ডেঙ্গির (Dengue) প্রকোপ। মশাবাহিত এই রোগের ভয়ে তটস্থ রাজ্যবাসী। তবে, ডেঙ্গির কারণে তো আর দুর্গা পুজোর (Durga Puja 2023) কাজ থেমে থাকে না। সেই কারণেই এবার মশারি টাঙিয়ে কাজ শুরু করলেন প্যান্ডেল শিল্পীরা।
দৃশ্যটির বেহালার মিত্র সংঘ ক্লাবের। মণ্ডপ তৈরির পাশাপাশি একাধিক কাজ এখনও বাকি। কিন্তু রাজ্য জুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। সেই কারণেই মশারির ভিতরে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন শিল্পীরা।
আরও পড়ুন - দেশের 'সেরা পর্যটন গ্রাম' বাংলাতেই, খেতাব জয়ের পর দুবাই থেকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর