পুজোর মুখে ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু। মৃতের নাম অন্তরা চট্টোপাধ্যায়। বয়স ৪৩ বছর। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই ওই মহিলা জ্বরে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, অন্তরা চট্টোপাধ্যায় নামে ওই মহিলা গত ৩ অক্টোবর কলকাতা থেকে বাড়ি ফিরেছিলেন। পরদিন থেকেই জ্বর আসে তাঁর। অবস্থার অবনতি হলে সোমবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ রক্তপরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে।
রবিবার ওই মহিলার অবস্থা আরও সঙ্কটজনক হওয়ায় সোমবার তাঁকে বহরমপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে।