রাজ্যে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রবিবার রাজ্যে আরও ৫৪৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন (Dengue Cases increasing in West Bengal)। শনিবারের তুলনায় সংখ্যাটা অনেকটাই বেশি । উদ্বেগজনক পরিস্থিতি রাজ্যের ছয় জেলায় । এই তালিকায় রয়েছে কলকাতা (Kolkata), উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), হাওড়া (Howrah), হুগলি, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দার্জিলিং । কলকাতা, হাওড়া ও উত্তরপাড়া- এই তিন পুরসভার ডেঙ্গি পরিস্থিতি জটিল ।
ডেঙ্গি মোকাবিলায় যাতে কোনও খামতি না থাকে, সে দিকে নজর দিতে বৈঠক করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি । কিন্তু, পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে । আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । দক্ষিণ কলকাতার পরিস্থিতি খুব খারাপ । সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে । বহু মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন । ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে । ডেঙ্গি নিয়ে শহরবাসীকেও সচেতন হতে বলেছেন কলকাতার মেয়র ফিরহাদ ।
আরও পড়ুন, Mamata Banerjee : চার দিনের সফরে ঠাসা কর্মসূচি, আজ মেদিনীপুর সফরে মমতা
উল্লেখ্য, রবিবারও কলকাতায় এক মহিলার মৃত্যু হয়েছে ডেঙ্গিতে । বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন হরিদেবপুরের বাসিন্দা ওই রোগী । হাসপাতাল সূত্রে খবর, শেষ পর্যায়ে তাঁর অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়েছিল । এই নিয়ে গত সাত দিনে চার জনের মৃত্যু হল শহরে ।