চলতি বছর ডেঙ্গিতে (Dengue) প্রথম মৃত্যুর ঘটনা ঘটল উত্তরবঙ্গে। করোনা পরিস্থিতির মধ্যেই উত্তরবঙ্গে (North Bengal) কিছু দিন হল ডেঙ্গির প্রকোপ শুরু হয়েছে। প্রতিদিনই সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
উত্তরবঙ্গে বুধবার যে ব্যক্তির ডেঙ্গিতে মৃত্যু হয়েছে তাঁর নাম রোহিত খালকো। ওই যুবক খড়িবাড়ির বাসিন্দা ছিলেন। দার্জিলিং জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, শিলিগুড়ি মহকুমায় এবছর এখনও পর্যন্ত মোট ২২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। তাঁরা এখন সুস্থ। তবে খড়িবাড়িতে ডেঙ্গিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটায় সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখা হবে। ডেঙ্গির প্রকোপ বাড়তে থাকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যে ফিভার ক্লিনিক খোলা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি জলপাইগুড়ি জেলার মাল মহকুমা ও ওদলাবাড়িতে।
উত্তরবঙ্গে ডেঙ্গির প্রকোপ বাড়ায় কয়েকদিন আগে স্বাস্থ্য ভবনের কর্তারা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন। তাঁরা জানিয়েছিলেন, মালদা ও ডুয়ার্সের বাগরাকোট এলাকায় ডেঙ্গির প্রকোপ বেশি। কিন্তু শিলিগুড়ির পরিস্থিতি খারাপ নয় বলেই তাঁরা তখন দাবি করেছিলেন। তাঁদের সেই পরিদর্শনের কয়েক দিনের মধ্যে শিলিগুড়ি মহকুমায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।
উত্তরবঙ্গে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে কথা প্রসঙ্গে জানান, উত্তরের জেলাগুলিতে ডেঙ্গি বাড়ছে। স্বাস্থ্য দফতরকে বিশেষজ্ঞ দল পাঠতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে মশারি বিতরণ করা হবে।