রাজ্যে ডেঙ্গির (Dengue) প্রকোপ বাড়ছে । ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে । নবান্নের তরফে ডেঙ্গি প্রতিরোধে জোড় দিতে বলা হয়েছে । ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গি সচেতনতা প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে । সেই নির্দেশ মতোই সোমবার বৃষ্টি মাথায় নিয়েই ডেঙ্গি সচেতনতা (Dengue awareness camp) অভিযান চালালো দক্ষিণ দমদম পুরসভা (South Dumdum Municipality) ।
এদিন দক্ষিণ দমদম পুরসভার ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে চলল ডেঙ্গি সচেতনতা অভিযান । ড্রাম বাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে ডেঙ্গি নিয়ে সচেতন করা হল মানুষকে । এলাকায় মশা মারার ফগিং মেশিন দিয়ে ধোয়া ছড়ানো হয় । এছাড়া, নর্দমায় তেল দেওয়া হয়েছে । পাশাপাশি, মানুষকে জঙ্গল সাফাই ও এলাকা পরিচ্ছিন্ন রাখার আর্জি জানিয়েছেন পুরসভার কর্মীরা ।
আরও পড়ুন, Dengue in West Bengal : রবিবার রাজ্যে ৫৪৮ জন ডেঙ্গিতে আক্রান্ত ,উদ্বেগজনক পরিস্থিতি ছয় জেলায়
উল্লেখ্য, রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রবিবার রাজ্যে আরও ৫৪৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন (Dengue Cases increasing in West Bengal)। শনিবারের তুলনায় সংখ্যাটা অনেকটাই বেশি । উদ্বেগজনক পরিস্থিতি রাজ্যের ছয় জেলায় । এই তালিকায় রয়েছে কলকাতা (Kolkata), উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), হাওড়া (Howrah), হুগলি, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দার্জিলিং । কলকাতা, হাওড়া ও উত্তরপাড়া- এই তিন পুরসভার ডেঙ্গি পরিস্থিতি জটিল ।