রাজ্যে করোনা (Corona) সংক্রমণ কমছে ঠিকই, কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে করোনায় মৃতের (Death) সংখ্যা । গত ৭ দিন ধরে ৩০-এর উপরেই থাকছে দৈনিক মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে (Hospitals) করোনা রোগী ভর্তির সংখ্যা বাড়ছে । সেইসঙ্গে বাড়ছে ICU বেডের চাহিদাও । যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন চিকিৎসক মহল ।
চিকিৎসকরা জানাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ষাটোর্ধ্বরাই ICU-তে ভর্তি হচ্ছেন । এমন চলতে থাকলে ICU বেড সংকটের আশঙ্কাও তৈরি হচ্ছে । দেখা যাচ্ছে, হাসপাতালে বেডের অর্ধেকের বেশিই ভর্তি । যেমন এম আর বাঙুর হাসপাতালের ৭৮টি ICU বেডের মধ্যে ৬৬টিতেই রোগী ভর্তি রয়েছে । বেলেঘাটা আইডিতে ৩৩টি ICU বেড । তার মধ্যে ২০টাই ভর্তি । বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রেও ছবিটা একইরকম । আমরি হাসপাতালে ১৩৩টি ICU বেড । তার মধ্যে ১২২টিই ভর্তি । অ্যাপোলো, মেডিকা, পিয়ারলেসের অবস্থা একই ।
আরও পড়ুন, West Bengal Covid: আবার বাংলায় ১০ হাজারের নীচে নামল কোভিড সংক্রমণ, আয়ত্তে এল দৈনিক মৃত্যুর সংখ্যাও
চিকিৎসকদের দাবি, করোনায় যে সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন, তার ১০ শতাংশ গুরুতর হলেই হাসপাতালে বেডের সংকট তৈরি হবে । মূলত দেখা যাচ্ছে, যাঁরা বয়স্ক বা যাঁদের কোমর্বিডিটি আছে, তাঁদের ক্ষেত্রে সংক্রমণ জটিল আকার ধারণ করছে । এর ফলে হাসপাতালে ভর্তি সংখ্যা বাড়ার পাশাপাশি ICU বেডের চাহিদা বাড়ছে । আর এই রোগীদেরই মৃত্যু হচ্ছে ।