নিম্নচাপের জেরে শীত পড়ার আগে বৃষ্টি। একধাক্কায় ৩ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে। এই একনাগাড়ে বৃষ্টি আর কতদিন। জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পকিবার বিকেল পর্যন্ত টানা বৃষ্টি চলবে কলকাতায়। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের ৬ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে নিম্নচাপের জেরে বৃষ্টি হবে। কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বুধবার সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়। পাল্লা দিয়ে দমকা হাওয়ায় দিচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরেই এই বৃষ্টি চলছে। শুক্রবার পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলবে।
বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ২০-২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শুক্রবারের পর রাজ্যে উত্তুরে হাওয়ার পথ খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।