লোকসভা নির্বাচনে নবীন-প্রবীণ মিলিয়েই পথে নেমেছে বঙ্গ সিপিএম। প্রথম দফার এই ১৬ জনের মধ্যে ১৪ জনই নতুন মুখ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী দেবরাজ বর্মন, তিনি পেশায় শিক্ষক। ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন দেবরাজ।
দেবরাজ জানিয়েছেন, সাধারণ মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। CAA একটি বিভেদমূলক আইন, তাঁর বিরুদ্ধে লড়ার বার্তা দিয়েছেন দেবরাজ। চাকরি, শিক্ষা, স্বাস্থ্যের অধিকারের জন্যও তিনি লড়বেন, জেলার সমস্যা পৌঁছে দেবেন দিল্লিতে।
উত্তরবঙ্গের এই আসনকে একদা বামেদের দুর্গ বলা হত। ২০১১ সালে ক্ষমতায় আসার আগেও জলপাইগুড়িতে ফুল ফোটাতে পারেনি তৃণমূল। ২০১৪-র লোকসভা নির্বাচনে প্রথম হাওয়া বদল।
ওই বছর দ্বিতীয় হয়ে জলপাইগুড়িতে শেষ করে সিপিএম। ২০১৯ সালে বামেদের এই আসনে আরও পতন হয়। তৃতীয় হয়ে বামেরা এই আসনে শেষ করেছে। ফলে এই লোকসভা নির্বাচনে দেবরাজের চ্যালেঞ্জ বামেদের রক্তক্ষরণ আটকে ফের মানুষের আস্থা ফেরানোর।