বিজেপি প্রার্থীর দেওরের দেহ উদ্ধার হল সোমবার সকালে। ঘটনাটি কৃষ্ণনগর ২ ব্লকের ধুবুলিয়া ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতের নাম অষ্ট মণ্ডল। পঞ্চায়েত ভোটের ৩ দিন আগে থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।
জানা গিয়েছে, পণ্ডিতপুর গ্রামের ১০১ নম্বর আসনে বিজেপির প্রার্থী হয়ছিলেন সঙ্গীতা মণ্ডল। তাঁর হয়ে প্রচার করেন স্বামী সমর মণ্ডল এবং দেওর অষ্ট। সঙ্গীতার অভিযোগ, বুধবার ভোট প্রচারে বেরিয়েছিলেন অষ্ট। তারপর আর বাড়ি ফেরেননি। থানায় নিখোঁজ ডায়েরি করেও সেভাবে লাভ হয়নি। সোমবার সকালে স্থানীয় পাট ক্ষেতে অষ্টর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার পরিপ্রেক্ষিতে BJP সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র জানিয়েছেন, অষ্ট মণ্ডলের খুনের জন্য দায়ি তৃণমূল কংগ্রেস। বিজেপি করার জন্যই তাঁকে খুন করা হয়েছে।