সল্টলেকের একটি বাড়ি থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সেক্টর ৩-এর GC ব্লকে। পাশেই পড়েছিল বৃদ্ধার স্বামীর রক্তাক্ত দেহ। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গলায় কাটা দাগ রয়েছে। মিলেছে একটি রক্তমাখা ছুরি।
কী ঘটেছে?
মৃত বৃদ্ধার নাম মন্দিরা মিত্র। বয়স আনুমানিক ৭০ বছর। এবং তাঁর স্বামীর নাম যদুনাথ মিত্র। তিনি পেশায় চিকিৎসক। তাঁরা দুজনেই ওই বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুন করে আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে তা খতিয়ে দেখা হচ্ছে।