একদিন আগেই বীরভূমের স্কুলে মিড ডে মিলের খাবারে সাপ পাওয়ার অভিযোগ উঠেছিল। এবার কাঠগড়ায় মালদহের একটি স্কুল। সেখানে মিড ডে মিলের চালে মরা ইঁদুর-টিকটিকি পাওয়ার অভিযোগ উঠল। চালের ড্রাম খুলতেই চক্ষু চড়কগাছে শিক্ষক-শিক্ষিকার। স্কুলের সামনেই বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা। বুধবার উত্তেজনা ছড়াল মালদহের চাঁচল থানার সাহুরগাছি-বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে।
মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, এই মর্মে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছিল। অভিযোগ সত্যি কিনা, খতিয়ে দেখতে গিয়েই দেখা গেল, চালের ড্রামে পড়ে আছে মরা টিকিটিকি-ইঁদুর। এরপরই শুরু হয় স্থানীয় এবং অভিভাবকদের বিক্ষোভ।
Amitabh-Bachchan-Srijit Mukherji: মৃণাল সেনের বায়োপিকের জন্য সৃজিতকে শুভেচ্ছা বিগ বি-র
অভিভাবকদের অভিযোগ, মিড ডে মিলের জন্য নির্ধারিত ডিম, মাছ কিংবা মাংস থেকে নিয়মিত বঞ্চিত পড়ুয়ারা । যে পরিমাণ ভাত দেওয়া হয়, সেটাও খুব অল্প। ৪৫ জন পড়ুয়ার জন্য তাঁকে মাত্র ৫০০ গ্রাম ডাল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্কুলে রান্নার কাজ করা তামিনা বিবি।