বছর শেষের দিনেই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকল বজবজের মহেশতলা(Maheshtala Murder News)। ডাকঘর কালীমন্দিরের পাশে রাস্তার উপরে ক্ষতবিক্ষত এক মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের মতে, মাথা-মুখ ইট বা ভারী কিছুর আঘাতে থেঁতলে গিয়েছে। এতটাই বীভৎস সেই মৃতদেহ, যা দেখে চেনার উপায় নেই কারুর। মহেশতলা থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে(Behal Vidyasagar Hospital) পাঠায়। হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির(Body found in Maheshtala) মাথায় ও মুখে ইট আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়াও তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই তাঁরা ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন। তবে এখনও মৃতের পরিচয় নিয়ে অন্ধকারে পুলিশ(Maheshtala Police Station)। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছেন মহেশতলা থানার আধিকারিকরা।
স্থানীয় বাসিন্দাদের কথায়, ওই ব্যক্তিকে ইট দিয়ে থেঁতলে খুনের(Maheshtala Murder News) পর মৃতদেহ কম্বল দিয়ে ঢেকে রাখা হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।