নাকাশিপাড়া থানার এসআইয়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃত পুলিশ কর্মীর নাম গৌড়গোপাল গঙ্গোপাধ্যায়। বয়স ৫৫ বছর। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানা এলাকায়। রবিবার সকালে নিজের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার ডিউটি সেরে ঘরে ফিরেছিলেন তিনি। রবিবার সকাল থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এরপর তাঁর বাড়িতে পৌঁছন নাকাশিপাড়ার থানার সহকর্মীরা। এরপর গ্যাস কাটার দিয়ে দরজা কেটে ভিতরে ঢুকলে ওই এসআইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।