এগরার অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে একাধিক প্রাণহানির পর ক্ষোভে ফুঁসছে গ্রাম। সন্ধ্যায় খাদিকূল গ্রামে ৬ জনের মৃতদেহ আসে। এলাকা কার্যত থমথমে।
এদিকে এগরাকাণ্ডে বাজি কারখানার মালিক ভানু বাগের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অনিচ্ছাকৃত খুন সহ একাধিক মামলায় এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু এফআইআরে বিস্ফোরক আইনের ধারা নেই বলেও প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার রাত থেকেই খাদিকূলে চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশ। ২ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম দেবসুন্দর জানা ও তপন দেবনাথ। আরও ৪ জনকে আটক করে জেরা করা হচ্ছে। তবে মূল পান্ডা ভানু বাগ। তাঁকে খুঁজতেও ওড়িশায় গিয়েছে পূর্ব মেদিনীপুর পুলিশ। মোবাইল টাওয়ারের লোকেশন ধরে খোঁজ চালাচ্ছে পুলিশ। বুধবার খাদিকূলে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়েন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া-সহ দলের নেতা-নেত্রীরা।